২৪৩
ঢাকা, ১৬ এপ্রিলঃ- আজ সকালে সাভার সেনানিবাস হতে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক সাভার সেনানিবাস হতে জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হসপিটাল এর নিকট উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। উক্ত ৩ টন ট্রাকে গমনকারী অবশিষ্ট ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।