ঢাকা, ১০ জানুয়ারি ২০২৪ঃ দেশের উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ চলমান থাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক ০৯ জানুয়ারি ২০২৪ ও ১০ জানুয়ারি ২০২৪ তারিখে রংপুর বিভাগের ০৮টি এবং রাজশাহী বিভাগের জয়পুরহাটসহ সর্বমোট ০৯টি জেলায় দুস্থ এবং শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
দুই দিনে সর্বমোট ৫,২০০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ১,৭০০ জন দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।