Home » সেনাবাহিনী প্রধানের সাথে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফের সাক্ষাত

সেনাবাহিনী প্রধানের সাথে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফের সাক্ষাত

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৯ ঃ- কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অপারেশন এন্ড প্ল্যান) মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি (Major General Mohammed Al Kandri) আজ সোমবার (৩০ ডিসেম্বর ২০১৯) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই দিনে তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি,বিসিজিএম,বিসিজিএমএস, এনডিসি, পিএসসি সাথেও সৌজন্য সাক্ষাত করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি এর নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখ ঢাকায় আগমন করেন। প্রতিনিধি দলটি আজ ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক যৌথ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সফরকালে তিনি বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এর সাথেও সাক্ষাত করবেন।

এছাড়াও, প্রতিনিধি দলটি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ০২ জানুয়ারি নিজ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট