১৭৪
ঢাকা, ২৯ নভেম্বর ২০২১ঃ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (ITO Naoki) এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার এ্যাডমিরাল আদনান ওজবাল (Adnan Ozbal) আজ সোমবার (২৯ নভেম্বর ২০২১) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ, জাপান এবং তুরস্কের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান।