ঢাকা, ০৮ জুলাই ২০১৭:- কমান্ডার ইউএস প্যাসিফিক কমান্ড এডমিরাল হ্যারি বি. হ্যারিস, জুনিয়র (Admiral Harry B. Harris, Junior) আজ শনিবার (০৮-৭-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদরদপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনী প্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন।
এর আগে, কমান্ডার, ইউএস প্যাসিফিক কমান্ড এডমিরাল হ্যারি বি. হ্যারিস, জুনিয়র (Admiral Harry B. Harris, Junior) এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল ২ দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে (০৮ জুলাই ২০১৭) একটি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আগমন করেন। তাকে অভ্যর্থনা জানান এরিয়া কমান্ডার, লজিস্ট্কিস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সফরকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালীন সময়ে প্রতিনিধিদলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ০৯ জুলাই নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।