ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২১: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ বৃহস্পতিবার (৩০-১২-২০২১) ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চল পরিদর্শনকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার বৈদ্যনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনী প্রধান স্থানীয় হতদরিদ্র ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা ও গবাদি পশুর চিকিৎসা প্রদান করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
রংপুর অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধানের সাথে জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো: ফয়জুর রহমান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।