Home » সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

সাভার (ঢাকা), ২৩ আগষ্ট:- বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০১৬ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ আজ মঙ্গলবার (২৩-৮-২০১৬) সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি (Wakar-Uz-Zaman) প্রধান অতিথি হিসেবে উপ¯িহত থেকে প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুর¯কার বিতরণ করেন ।

প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন (যশোর অঞ্চল) দল চ্যা¤িপয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন (ঘাটাইল অঞ্চল) দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ।

অনুষ্ঠানে সেনাবাহিনীর উধর্¡তন কর্মকর্তাবৃন্দসহ সাভার এরিয়ার সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপ¯িহত ছিলেন ।

উল্লেখ্য, এ প্রতিযোগিতা গত ১৪ আগষ্ট ২০১৬ তারিখে সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের তত্ত¦াবধানে শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে ।

সম্পর্কিত পোস্ট