Home » সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৮ সমাপ্ত

সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৮ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৪ অক্টোবর ২০১৮ ঃ বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০৪-১০-২০১৮) ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ২৪ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল এমদাদুল হক শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ২৪ পদাতিক ডিভিশন দলের এনসি বনি আমিন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে কুমিল্লা এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কুমিল্লা অঞ্চলে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিাত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে শুরু হওয়া উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ
সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪ টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট