ঢাকা, ২৬ নভেম্বর ২০২০ (বৃহস্পতিবার)ঃ ঐহিত্যবাহী জগন্নাথ বিশ¡বিদ্যালয়ের নবগঠিত ফিল্ম ও টেলিভিশন বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে একটি পুরাতন ও ঐহিত্যবাহী ৩৫ মিঃ মিঃ প্রজেক্টর হস্তান্তর করা হয়েছে। ঢাকা সেনানিবাসের ‘সৈনিক ক্লাব’ সিনেমা হলে আজ (২৬-১১-২০২০) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর পক্ষ হতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ¡বিদ্যালয়ের প্রতিনিধি দলের নিকট প্রজেক্টরটি হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে প্রতিনিধি দলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. এস এম আনোয়ারা বেগম, রেজিষ্ট্রার প্রকৌশলী মোহাম্মদ ওহিদুজ্জামান এবং ফিল্ম ও টেলিভিশন অনুষদের চেয়ারম্যান প্রফেসর জুনায়েদ হালিম উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ¡বিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষা কার্যক্রমে প্রজেক্টরটি সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল মত প্রকাশ করেন।
‘সৈনিক ক্লাব’ সিনেমা হলের পুরাতন ও ঐতিহ্যবাহী প্রজেক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর
৮১৪