Home » “১২তম সামিট গ্রুপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“১২তম সামিট গ্রুপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৩: তিনব্যাপী অনুষ্ঠিত ‘১২তম সামিট গ্রুপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার (০৪-০১-২০২৩) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান (অবঃ), সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এসময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিষ্টিকস এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন এর মোট ৮২ জন পেশাদার গলফার এবং ২৩ জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জনাব জামাল হোসেন চ্যাম্পিন এবং জনাব বাদল হোসেন ও জনাব সিদ্দিকুর রহমান রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও অ্যামেচার বিভাগ হতে জনাব মোঃ সুমন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

 

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফরিদ খান; অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ধরনের মহতি উদ্যোগের জন্য সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত পোস্ট