ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন
কর্মসূচি পালিত হবে।
এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ০৭০০ হতে ১১০০ ঘটিকা পর্যন্ত এবং দুপুর ১২০০ হতে ১৯০০ ঘটিকা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত :
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য বেলা ১৪০০ ঘটিকা হতে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।
এলাকা স্থান
ঢাকা সদরঘাট, ঢাকা
চট্টগ্রাম নেভাল বার্থ/বিএন আরআরবি
খুলনা নেভাল বার্থ/রকেট ঘাঁট
খুলনা দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর
বরিশাল বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট
চাঁদপুর চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট
