২৭০
ঢাকা, ২০ অক্টোবর ২০১৭ ঃ ২৯তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা-২০১৭ এ বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় সেনাবাহিনী দল ২৩টি ইভেন্টস এর মধ্যে ২২টি ইভেন্টস এ অংশগ্রহণ করে ০৯টি স্বর্ণ, ০৯টি রৌপ্য ও ১৪টি তাম্র পদক অর্জন করে।
বিকেএসপি ০৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৫টি তাম্র পেয়ে রানার আপ হয়। প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের সৈনিক মাহফুজা জান্নাত জুঁই ১০ মিটার রাইফেল ইভেন্টে এবং মাইদা মোমতাহিনা ৫০ মিটার রাইফেল ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন। যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের সচিব প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
উল্লেক্ষ্য জাতীয় শ্যূটিং ফেডারেশন গুলশান-১ এ ১১-১৮ অক্টোবর পর্যন্ত ২৯তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৬টি ক্লাবের ৩৫০ জন শ্যূটার অংশগ্রহণ করে।