ঢাকা, ১৪ অক্টোবর ২০২২ ঃ “৬ষ্ঠ আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টূর্নামেন্ট-২০২২” এর উদ্বোধন অনুষ্ঠান আজ শুক্রবার (১৪-১০-২০২২) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এ টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, জনাব মানোয়ার হোসেন চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী বিএসপি, এনডিসি, পিএসসি (অবঃ) চেয়ারম্যান টূর্নামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অবঃ) প্রধান নির্বাহী অফিসার, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব ও এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টূর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্নামেন্টে ৭০০ জন গল্ফার অংশগ্রহন করবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশ নিবেন।
উল্লেখ্য, ১২ অক্টোবর ২০২২ থেকে শুরু হওয়া ৪ দিন ব্যাপি এ টূর্নামেন্ট আগামী শনিবার (১৫-১০-২০২২) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হবে।