ঢাকা, ২৩ জানুয়ারি ২০২২ (রবিবার): যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ‘অনুশীলন ‘টাইগার লাইটেনিং-৩’ এর চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দু’দেশের প্রতিনিধি দল আজ (২৩ জানুয়ারি ২০২২) রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ আয়োজিত সেমিনারে মিলিত হয়। ০৩ দিন ব্যাপী পরিচালিতব্য এই সেমিনারে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ১১ জন প্রতিনিধি এবং সেনাসদর ও বিপসট এর পদস্থ সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সেমিনারটি আগামী ২৫ জানুয়ারি ২০২২ তারিখে শেষ হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে ‘অনুশীলন টাইগার লাইটেনিং’ পরিচালনা করে আসছে। টাইগার লাইটেনিং-১ ও ২ যথাক্রমে ২০১৭ এবং ২০২১ এ মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস লুইস ম্যাকর্ড, ওয়াশিংটন এ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ‘অনুশীলন টাইগার লাইটেনিং-৩’ আগামী ১৯-৩১ মার্চ ২০২২ তারিখ রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এই যৌথ অনুশীলন পরিচালনার মাধ্যমে দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।