ঢাকা, ১৮ মে ২০২৫ (রবিবার)ঃ ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউউসি স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শক দল প্রতি বছর তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরেজমিনে তদন্তের লক্ষ্যে পরিদর্শন করে থাকে। এরই আলোকে ওপিসিডব্লিউ এর ২ সদস্যের একটি পরিদর্শক দল গত ১১ মে ২০২৫ হতে বার্জার পেইন্টস লিমিটেড, সাভার এবং রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ পরিদর্শন করেন। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। উক্ত পরিদর্শন কার্যক্রম শেষে ওপিসিডব্লিউ এর পরিদর্শক দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপের বিষয়ে সন্তোষ জ্ঞাপন করেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি এর সাথে সাক্ষাতকালে তারা তাদের এই সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে তারা ১৭ মে ২০২৫ তারিখে ঢাকা ত্যাগ করেন।

