২১১
ঢাকা, ০১ মার্চ ২০১৭ ঃ- অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি মঙ্গলবার (২৮-২-২০১৭) অস্ট্রেলিয়ান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল লিও ডেভিস এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান গত ২৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ০৮ দিনের এক সরকারী সফরে “Chief of Air Force Symposium and Australian International Air Show and Aerospace & Defence Exposition-2017” এ অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়া সফরে যান। বিমান বাহিনী প্রধানের অস্ট্রেলিয়া সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।