২৫৭
ঢাকা, ২৮ আগস্ট:- আইভোরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNOCI) এ নিয়োজিত বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপিত হচ্ছে। বাংলাদেশ সিগন্যাল কোম্পানী/১৩ এর ৬৬ জনের দলটি শুক্রবার (২৬-৮-২০১৬) জাতিসংঘের চার্টাড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আইভোরিকোস্টের উদ্দেশ্যে যাত্রা করে।
আইভোরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNOCI) এ নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সিগন্যাল কোম্পানী গত ২০০৪ সাল হতে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছে।
এই কন্টিনজেন্ট মিশন হেডকোয়র্টারস্ ও মিশন এলাকায় মোতায়েনরত সকল ইউনিটের মধ্যে যোগাযোগ স্থাপনের দায়িত্বে নিয়োজিত আছে। ইতিমধ্যে কন্টিনজেন্টটি মিশন হেডকোয়র্টারস্ ও জাতিসংঘ সদর দপ্তর এর ভূয়সী প্রশংসা অর্জন করেছে।