১৮৪
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০১৮ঃ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৭ -৯- ২০১৮) ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই প্রতিযোগিতায় সেনাবাহিনী সাডেন ডেথে ৪-৩ গোলে নৌবাহিনী কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল । প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের এনসি (ই) মোঃ সোহেল রানা শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপ¯ি’ত ছিলেন ।