ঢাকা, ১৮ আগস্ট ২০১৬ ঃ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্প্রতিবার (১৮-০৮-২০১৬) থেকে ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘আান্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০১৬’। নৌবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও বানৌজা হাজী মহসীনের ব্যবস্থাপনায় ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, ওএসপি,এনডিসি, পিএসসি (Air Vice Marshal Mohammad Abul Bashar) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ছাড়াও সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাতদিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট ৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রথম পর্যায়ে তিন বাহিনীর ০৩টি দলের মধ্যে লীগ পদ্ধতিতে খেলা পরিচালিত হবে। পরবর্তীতে পয়েন্ট তালিকার ভিত্তিতে শীর্ষ স্থান অধিকারী ০২টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে সেনা ও বিমান বাহিনী দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২৪ আগষ্ট ২০১৬ তারিখ ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।