ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ, রবিবার (২২ সেপ্টেম্বর ২০১৯) ঢাকার বনানীস্থ আর্মি সুইমিং কমপ্লেক্স-এ সমাপ্ত আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোঃ সফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ প্রতিযোগিতায় নৌ বাহিনী দল ১৪ টি স্বর্ণ, ১৭ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৯ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য ও ১১ টি ব্রোঞ্জ পদক পেয়ে সেনা বাহিনী দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগীতায় বাংলাদেশ নৌবাহিনী দলের পিও (মিউজ) সাদি মোঃ মহসীন শ্রেষ্ঠ ডাইভার ও পিও (রাইটার) মোঃ মাহমুদুন্নবী নাহিদ শেষ্ঠ সাতারু এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম শেষ্ঠ ওয়াটার পোলো খেলোয়ার ও ল্যান্স কর্পোরাল মোঃ জুয়েল রানা সর্বোচ্চ গোলদাতা বিবেচিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন ।