২০৮
যশোর, ২৬ নভেম্বরঃ- আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০১৭ আজ রবিবার (২৬-১১-১৭) যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর হকি টার্ফে শুরু হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, ভারপ্রাপ্ত জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর হকি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ২-০ গোলে বাংলাদেশ সেনাবাহিনী দলকে পরাজিত করে। গোল দুটি করেন পেটি অফিসার মঈনুল ইসলাম ও পেটি অফিসার আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।