ঢাকা, ২৬ সেপ্টেম্বরঃ- আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা- ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর বাফওয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক ও সভাপতি কলেজ পরিচালনা পরিষদ, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এয়ার কমডোর মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, জিইউপি, এনডিসি, এএফডবিøউসি, এসিএসসি, পিএসসি, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের পুরস্কৃত করেন।
এ বছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, কুইজ এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম, গণিত (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, গণিত (উচ্চ-মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, বিজ্ঞান (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিজ্ঞান (উচ্চ- মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, স্পেলিং (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং স্পেলিং (উচ্চ-মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল প্রদান করেন।
উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতাটি গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শুরু হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা – ২০২৪
৫৩৯
Before Post