ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৩:- সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে International Defence Exhibition (IDEX-2023) এবং Navy Defence Exhibition (NAVDEX) এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বৃহস্পতিবার (১৬-০২-২০২৩) ঢাকা ত্যাগ করেন। নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
সংযুক্ত আরব আমিরাত সফরকালে নৌবাহিনী প্রধান IDEX-2023 এবং NAVDEX উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ান (Rear Admiral Pilot Saeed Bin Hamdan Al-Nahyan) সহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ নৌ কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করা যায়।