ঢাকা, ২২ আগস্ট ২০২৫: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে “2nd National Medi Carnival, Cultural, Art and Photography Fest-2025” আজ শুক্রবার (২২/৮/২০২৫ ) ঢাকা সেনানিবাসস্থল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রায় ৩৫টির অধিক স্বনামধন্য মেডিকেল কলেজের চার শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডাঃ মেহজাবীন হক, ডাঃ লিয়াকত হোসেন, প্রফেসর ডাঃ লুৎফুল আজিজ, প্রফেসর ডাঃ ফারহানা দেওয়ান, মেজর জেনারেল (অবঃ) লিজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) দীপক কুমার পাল চৌধুরী প্রমুখ ৷ এএফএমসি কার্নিভাল ক্লাব আয়োজিত মেডি কার্নিভালে ছিল ডক্টরস’ ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং, এনাটমিক্যাল ড্রইং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেক্টিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ছিল ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাবের পক্ষ থেকে ছিল আর্ট এক্সিবিশন।
এছাড়াও এএফএমসি ল্যাংগুয়েজ এন্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই এক্সিবিশন ও প্রতিযোগিতার বিচারকমন্ডলী হিসেবে ছিলেন দেশখ্যাত ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং আর্টিস্ট। সর্বশেষে দর্শকদের জন্য এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাবের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাসুদুল আলম মজুমদার, বিএসপি, এফসিপিএস এর সার্বিক সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থীগণের ঐকান্তিক পরিশ্রমে তারুন্যের জয়ধ্বনি-২০২৫-কে প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।





