ঢাকা, ১৪ মার্চ ২০১৯ ঃ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে অনুষ্ঠিত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রশিক্ষণ “সম্প্রীতি-৮” এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৪-৩-২০১৯) টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অনুশীলনে অংশগ্রহণকারী সকল সদস্যকে সফলতার সাথে অনুশীলন সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে গত ০১ মার্চ হতে ১৪ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অন্তর্গত বঙ্গবন্ধু সেনানিবাসে “এক্সারসাইজ সম্প্রীতি-৮” অনুষ্ঠিত হয়। সন্ত্রাস দমন ও দুর্যোগ দমন বিষয়ে জাতীয় কর্ম পরিকল্পানা, সমন¡য় ও তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন বিষয়ে তাত্ত্বিক বিষয়সমূহ কমান্ড পোস্ট এক্সারসাইজ (সিপিএক্স) এর অনুশীলন করা হয়। পরবর্তীতে এসকল তাত্ত্বিক বিষয়সমূহ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) এ ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ভূমিতে বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। এ প্রশিক্ষণে উভয় দেশের সর্বমোট ৬০ জন অফিসার, ২০ জন জেসিও এবং ২৬০ জন অন্যান্য পদবীর সেনাসদস্য অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের যৌথ প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল সন্ত্রাস দমন ও দূর্যোগ ব্যবস্থাপনা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ অনুশীলন “এক্সারসাইজ সম্প্রীতি-৮” অনুষ্ঠিত হয়েছে।