ঢাকা, ২৫ এপ্রিল ২০১৮ ঃ ইরানে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ শেষে আজ বুধবার (২৫-০৪-২০১৮) দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এসময় হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাঁকে স্বাগত জানান।
সফরকালে নৌপ্রধান উক্ত সম্মেলনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সেখানে অবস্থানকালে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ডঃ হোসেইন খানজান্দি ((Rear Admiral Dr. Hossein Khanzandi)) এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরা (Vice Admiral Hiroshi Yamamura) এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও দ্বিপাক্ষিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নৌ প্রধানের এ সফরের মধ্য দিয়ে ইরানসহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়দার হবে বলে আশা করা যায়। উক্ত মহড়ায় যোগ দিতে নৌবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ২০১৮ তারিখে ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।