৫৭১
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪: আজ সোমবার (১৮-১১-২০২৪) বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে করাইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচলনা করে ০৯ জন শীর্ষ ও মামলাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে বেশ কিছু পরিমাণ হেরোইন ও মাদক ব্যবসায়ীদের অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ গ্রেফতারকৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।