ঢাকা, ২৩ আগস্টঃ- করোনাভাইরাসে আক্রান্ত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এর চিকিৎসক অধ্যাপক ডাঃ একেএম রওনক হোসেন চৌধুরী কে রবিবার (২৩-০৮-২০২০) জরুরী ভিত্তিতে বগুড়া হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।
‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এর চিকিৎসক অধ্যাপক ডাঃ একেএম রওনক হোসেন চৌধুরী কে রবিবার বগুড়া হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।