Home » করোনা ভাইরাস সংক্রমণরোধে সমুদ্র ও উপকূলীয় ৬ জেলায় কাজ শুরু করেছে নৌবাহিনী

করোনা ভাইরাস সংক্রমণরোধে সমুদ্র ও উপকূলীয় ৬ জেলায় কাজ শুরু করেছে নৌবাহিনী

Author: আইএসপিআর

 

ঢাকা, ২৫ মার্চ ২০২০ঃ দেশে করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে উপকুলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনীর কন্টিনজেন্টসমূহ। ইতিমধ্যে খুলনা নৌ অঞ্চল হতে ১৭ জন কর্মকর্তাসহ ১৮৬ জন নৌ সদস্যের ৮টি কন্টিনজেন্ট বিভিন্ন প্লাটুনে ভাগ হয়ে উপকূলীয় বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় পৌছে কাজ শুরু করেছে। অন্যদিকে চট্টগ্রাম নৌ অঞ্চল হতে ১৬ জন কর্মকর্তাসহ ১৪৪ জন নৌ সদস্যের আরো ৭টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ¡ীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় ‘ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ’ এর আওতায় কাজ শুরু করেছে।

উপকূলীয় এসকল এলাকাগুলোতে স্থানীয় জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করা, বিভিন্ন দূর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে নৌসদস্যরা। এছাড়া যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

সম্পর্কিত পোস্ট