২৪৮
ঢাকা, ১৯ জুলাই ২০২১ঃ করোনা মোকাবেলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বানৌজা শেখ মুজিব ঘাঁটির তত্ত্বাবধানে নৌসদস্যরা আজ সোমবার (১৯-০৭-২০২১) খিলক্ষেত এলাকার পানির ট্যাংক, নামাপাড়া বস্তি, বাঁশপাড়া বস্তি, ভাষানটেক, বনানী ও গুলশান এলাকার ভাসমান দুঃস্থ ও অসহায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা ও লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।