৩৫১
ঢাকা, ০৭ জুলাই ২০২২: আসন্ন ঈদ-উল-আযহা-২০২২ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর পক্ষে আজ বৃহস্পতিবার (০৭-০৭-২০২২) খুলনা জেলার, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) কমপ্লেক্সে সর্বমোট ১৫০০ জন দু্ঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারস্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাওর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে। এ সময় স্থানীয় প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।