২১৮
ঢাকা, ২৪ নভেম্বর ২০১৮ ঃ আগামী ২৫ নভেম্বর হতে ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএডি), রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার বারপোতা গ্রামে অবস্থিাত সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে।
এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট হতে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিাত। উক্ত কার্যক্রম চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে ৪ কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপদজ্জনক। এমতাবস্থাায় নিরাপত্তার বিষয়টি বিবেচনাপূর্বক উল্লেখিত সময়ে উক্ত এলাকায় জনসাধারণকে চলাচল না করা ও গৃহপালিত প্রাণীদের বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হলো।