ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার)ঃ গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁও এ প্যারা জাম্পের আয়োজন করা হয়। বিজয়ের ৫৪ তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ হতে ভূমিতে অবতরণ করেন যা, এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁও এ অনুষ্ঠিত ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে পুরো উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।
“Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” ক্যাটাগরিতে এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে এবং অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে মর্যাদা লাভ করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবসকে বৈশ্বিক পরিসরে স্মরণীয় করে তোলা। এই কৃতিত্ব আমাদের জাতীয় ঐক্যের প্রতিফলন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও বিশ্বমানের পেশাদারিত্ব প্রমাণ করেছে, যা প্রতিটি বাংলাদেশির জন্য গর্বের বিষয়। লাল-সবুজের এই গৌরবময় অর্জন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামীর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।





