ঢাকা, ২৯ মে ২০১৬:- বাংলাদেশ সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান (GENERAL CHANG WANQUAN) আজ রোববার (২৯-৫-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এরপর চীনা প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ৩৯ সদস্যের প্রতিনিধি দলটি নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Admiral Nizamuddin Ahmed) এবং বিমান সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার (Air Chief Marshal Abu Esrar) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Ma Ming Qiang সহ সেনা, নৌ ও বিমান সদরের পিএসওগণ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে, চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুপস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
উল্লে¬খ্য, প্রতিনিধি দলটি ২৮ মে ২০১৬ তারিখে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তারা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটির আগামী ৩০ মে ২০১৬ তারিখে ঢাকা ত্যাগের কথা রয়েছে।