ঢাকা, ৩০ মে ২০১৬: চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান (GENERAL CHANG WANQUAN) এর নেতৃত্বে ৩৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফর শেষে আজ, সোমবার (৩০-৫-২০১৬) ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে বিদায় জানান। এসময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান (Lieutenant General Md Mahfuzur Rahman) সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Ma Ming Qiang সহ বাংলাদেশের উর্ধতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানের সাথে সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরকালে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও, প্রতিনিধিদলের সদস্যগণ বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তাঁরা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
চীনা প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ ত্যাগ
৪০০