ঢাকা, ২৪ এপ্রিল ২০১৯ঃ চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী গত ২৩ এপ্রিল ২০১৯ চীনের Qingdao শহরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping) ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং (Vice Admiral Shen Jinlong) এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়া, তিনি চীনের উর্ধ্বতন নৌকর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমুলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত International Fleet Review (IFR) এ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মায়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,প্যালেস্টাইন এর নৌবাহিনীর প্রধানগণ অংশগ্রহণ করেন। এছাড়া, বিভিন্ন দেশসমুহের নৌপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উর্ধ্বতন নৌপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণচীনের নৌবাহিনীর ৭০ তম বার্ষিকীতে যোগদানের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ২০১৯ ঢাকা ত্যাগ করেন।
চীনের রাষ্ট্রপতি ও নৌপ্রধানের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
৩০৩