২৩৯
ঢাকা, ২০ নভে¤¦র ২০১৬ঃ পাঁচ দিনের সরকারী সফর শেষে শনিবার (১৯-১১-২০১৬) চীন হতে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। চীনে অবস্থানকালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রথমবারের মত প্রস্তুতকৃত দুটি সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া সফরকালে তিনি চীনের বিভিন্ন সামরিক উধর্¡তন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। নৌপ্রধানের বাংলাদেশে আগমনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে স্বাগত জানান। উলে¬¬খ্য, গত ১৩ নভেম্বর ২০১৬ তারিখ সরকারী সফরে নৌপ্রধান চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।