ঢাকা, ০৭ জুন ২০১৯ঃ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর সফরের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি গত বুধবার (০৫-০৬-২০১৯) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দপ্তরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেঃ জেনারেল কার্লস এইচ লয়েটি (Lt Gen Carlos H. Loitey) এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন (H. E. Mr. Masud Bin Momen) এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি জাতিসংঘ সদর দপ্তরের অধীনস্থ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক (Mr. Jean-Pierre Lacroix) এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খের (Atul Khare)এর সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সাক্ষাতকালে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।