ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৬ ঃ বাংলাদেশ সেনাবাহিনী ২৮তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা-২০১৬ এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে । ১১টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১১টি তাম্র পদকসহ মোট ৩৫টি পদক পেয়ে চ্যা¤িপয়ন হয় সেনাবাহিনী ।
গুলশান শ্যূটি’ং রেঞ্জে বুধবার (৩১-৮-২০১৬) সমাপ্ত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীসহ মোট ৩৫টি শ্যূটিং ক্লাব অংশগ্রহণ করে। বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি, প্রধান অতিথি হিসেবে উপ¯িহত থেকে এই প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করেন ।
সেনাবাহিনীর ২৭জন পুরুষ ও ১০জন মহিলা শ্যূটার ২৩টি ইভেন্টে অংশগ্রহণ করে । উল্লেখ্য, গত ২০১৫ সালে অনুষ্ঠিত জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ০৭টি স্বর্ণ, ০৬টি রৌপ্য ও ০৫টি তাম্র পদক পেয়ে চ্যা¤িপয়ন হবার গৌরব অর্জন করেছিল ।
গত ২৬ আগষ্ট ২০১৬ তারিখে বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এমপি, প্রধান অতিথি হিসেবে উপ¯িহত থেকে উও“ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ।