৩৩০
ঢাকা, ০৫ ফেব্রুয়ারি: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, এমপি, মঙ্গলবার (০৫-২-২০১৯) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ এর কোর্স সদস্যদের উদ্দেশ্য Constitution, Constituent Assembly and Constitution of Bangladesh বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এসময়, কমান্ড্যান্ট এনডিসি, লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, ন্যাশনাল ডিফেন্স কোর্সের অনুষদ সদস্যবৃন্দ এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ এর দেশি বিদেশী কোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।