ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশা অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ লেদা এলাকায় আজ বুধবার (১৪-০১-২৬) যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ লেদা এলাকা দিয়ে মাদক কারবারীরা ইয়াবা পাচার করার পরিকল্পনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি সমন্বিত দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আভিজানিক দলটি কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী অটোরিক্সার চালক অটো রিক্সাটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর দৌড়ে পালিয়ে যায়। এ সময় চালকবিহীন একটি অটো রিক্সায়তল্লাশি করে ৮০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এসময় ইয়াবা বহনকারী অটো রিক্সাটিকেও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও অটো রিক্সাটি পরবর্তী আইনানুগ কার্য ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
