ঢাকা ০২ ডিসেম্বর, ২০১৯: এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “বিশ্বস্ততার ২০ বছর উদযাপন’’ করলো ট্রাষ্ট ব্যাংক লিমিটেড। ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুদৃশ্য কেক কেটে এই বিশেষ উপলক্ষ্য উদযাপনের উদ্বোধন করেন ব্যাংকটির ট্রাষ্ট ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এবং সেনাবাাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ।
সমৃদ্ধিময় ২০ বছরের এই পথচলায় ট্রাষ্ট ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের জনমানুষের বিশ্বস্ততা অর্জন করেছে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন, পরিচালকবৃন্দ, ঢাকা সেনানিবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের শুভানুধ্যায়ী ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। ২০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এর ২০ বছর পূর্তি উদযাপিত
৩৯৭
Before Post