২২৬
ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৮ ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (এবহবৎধষ অুরু অযসবফ), বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দার (এবহবৎধষ টসরঃ উঁহফধৎ) এর আমন্ত্রণে ০৪ দিনের শুভেচ্ছা সফরে আগামী সোমবার (০১-১০-২০১৮) তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে তিনি আগামী ০৬ অক্টোবর ২০১৮ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।