৭৯৯
ঢাকা, ১১ জুলাই ২০২৩ (মঙ্গলবার): থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিল এর ৪২তম সাধারণ সভায় অংশগ্রহণ শেষে আজ (১১ জুলাই ২০২৩) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিল এর এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট প্রদান ছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এশিয়া অলিম্পিক কাউন্সিল এর উক্ত সভায় অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ০৭ জুলাই ২০২৩ তারিখ থাইল্যান্ডে গমন করেছিলেন।