ঢাকা ৫ জুন ২০১৬:- দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ১৪৫ সদস্যের একটি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট শনিবার (৪-৬-২০১৬) প্রতিস্থাপিত হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন এ নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট গত ২০১১ সাল হতে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই কন্টিনজেন্টটি দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের নিরাপত্তা বিধান, রাস্তা ও সেতু নির্মাণসহ জনগণের কল্যাণে বিভিন্ন নির্মাণ ও সংস্কারমূলক কাজ। ইতিমধ্যে কন্টিনজেন্টটি সে দেশের সরকারের প্রশংসা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিসংঘ সদর দপ্তরও এই কন্টিনজেন্টটির দক্ষতার ভূয়াসী প্রশংসা করেছে।
প্রতি এক বৎসর পর পর কন্টিনজেন্টটির রোটেশন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৩ জুন ২০১৬ তারিখে ২৭৫ জনের এই কন্টিনজেন্টের পূনরায় রোটেশন শুরু হয়েছে। রোটেশন এর শেষ ফ্লাইটটি আগামী ২৯ জুন ২০১৬ তারিখে ঢাকা প্রত্যাবর্তনের কথা রয়েছে।