২৪৮
ঢাকা, ১৬ জানুয়ারি ২০১৭ (সোমবার) ঃ দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন (টঘগওঝঝ) এ নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী গত ২০১১ সাল হতে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর ২০১৬ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী খুবই অল্প সময়ে বাংলাদেশ হতে ৮৫০ জনের একটি পদাতিক কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে মোতায়েনের সিদ্ধান্ত গৃহিত হয়। এর প্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি ২০১৭ তারিখে ৮৫০ জনের নতুন পদাতিক কন্টিনজেন্টের অগ্রগামী দলের ১ম ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ সুদানে মোতায়ন কার্যক্রম শুরু করেছে।