ঢাকা, ১৮ মে ২০২০ ঃ- দেশে করোনা ভাইরাসের সংক্রমনে চলমান লকডাউন পরিস্থিতিতে আজ ১৮ মে ২০২০ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় রায়পুরা কলেজ মাঠে অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে সহায়তার জন্য ‘সম্প্রীতির বাজার’ নামে একটি বাজার চালু করা হয়। এ বাজারের মাধ্যমে রায়পুরা এবং বেলাবো উপজেলার ১০০০ অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে সাহায্য প্রদান করা হয়। এ বাজারে উল্লেখিত পরিবারসমূহকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে মাস্ক, চাল, শুস্ক খাদ্য সামগ্রী ( ডাল, আটা, লবন ও নুডলস ), বিভিন্ন প্রকার সবজি এবং কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচীর মাধ্যমে দুঃস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি প্রান্তিক সবজি চাষীদের নিকট থেকে বিপুল পরিমান সবজি ন্যায্যমূল্যে ক্রয় করা হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কমান্ডার, ৯ আর্টিলারি ব্রিগেড। এছাড়াও উক্ত কর্মসূচীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নরসিংদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘Operation Covid Shieid’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে গত ২৪ মার্চ ২০২০ তারিখ হতে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সেনাসদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় ৮ টি পূর্ণাঙ্গ জেলা (নরসিংদী, নারায়নগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর) ও ঢাকা জেলার ৫ টি উপজেলায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন । টহল কার্যক্রমের পাশাপাশি অসামরিক প্রশাসন এর সদস্যদের নিয়ে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগনের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাস্ক বিতরণ এবং গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।