ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): নাটোর সদর উপজেলার ফুলবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সেনাবাহিনীর উদ্যোগে নাটোরের সদর উপজেলায় ডায়রিয়া আক্রান্ত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাবাসীর মাঝে ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ৪ হাজার ১০০ প্যাকেট খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি, অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং ডায়রিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি নাটোরের সদর উপজেলায় পানিবাহিত ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে এবং প্রায় দেড় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।