ঢাকা, মার্চ ১৯ ঃ- নেপালের কাঠমুন্ডুতে ইউএস বাংলা এয়ার লাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ আজ বিকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছালে সেগুলো গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের, এমপি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল,এমপি। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ সি-১৩০ পরিবহন বিমান আজ সোমবার (১৯-৩-২০১৮) সকাল ৯টা ৩২ মিনিটে নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঐ মরদেহগুলো দেশে আনার জন্য ঢাকা ত্যাগ করে। বিমানটি ২৩টি মরদেহ নিয়ে আজ বিকাল ৩টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে মরদেহগুলো বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আনা হয় এবং সেখানে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মরদেহগুলো তাদের আতœীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নেপালে নিহত ২৩ জনের মরদেহ বিমান বন্দরে গ্রহণ করলেন মন্ত্রী ওবায়াদুল কাদের ও শাহজাহান কামাল। মানবিক সাহায্যে বিমান বাহিনীর পরিবহন বিমান
১৮৪