ঢাকা, ১৭ অক্টোবর ২০১৮ : প্রতিরক্ষা অর্থ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায়ী সম্মাননা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ বুধবার (১৭-১০-২০১৮) ঢাকা সেনানিবাসস্থা এমইএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মোহম্মদ মুসলিম চেীধুরী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার ও পদক বিতরন করেন।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিাত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন সিজিডিএফ জনাব জুবায়ের আহমেদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা পরিষদের সভাপতি ও ডিএএফসি জনাব মোঃ মনজুরুল আলম হাওলাদার।
উল্লেখ্য অনুষ্ঠানের প্রতিরক্ষা অর্থ বিভাগের অবসরপ্রাপ্ত ২৭ জন কর্মকর্তা এবং ২০১৬ ও ২০১৭ এর এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এই কৃতি ছাত্র-ছাত্রীরা সবাই প্রতিরক্ষা অর্থ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান।